বন্ধুরা তোমাদের সবাইকে খুব মনে পড়ছে। আর কিছুতেই মন বসছেনা। বাইরে বৃষ্টি হচ্ছে, মনটা তাতে আরও স্মৃতিকাতর হয়ে পড়ছে। অন্যদিকে মনটাকে ঘুরিয়ে পড়তে বসার চেষ্টা করবো ভেবেছিলাম, লাভ হয়নি। ‘পুরোনো সেই দিনের কথা’ আর ‘আজি বরিষণ মুখরিত’ গানদুটো শুনছিতো শুনছিই। টি-শার্টটা বের করে আবার পড়লাম সবার কমেন্টগুলো। মনটা আরও খারাপ হল। কেন যে সময় মাঝে মাঝে এতো দ্রুত চলে যায়....
Thursday, April 03, 2008
মনে পড়ে...
Wednesday, April 02, 2008
এক টুকরো ছবি...
গতকাল ছিল আমাদের ইউনিভার্সিটি লাইফের শেষ দিন। পাঁচ বছর যে কেমন করে কেটে গেল ভাবতে গেলে নিজেই বিস্মিত হচ্ছি মনেমনে। কালকের দিনটা খুব বেশি সুন্দর ছিল। খুব আনন্দের ছিল, ছিল খুব কষ্টেরও। সকালে জমকালো একটা rally বের করেছিলাম আমরা। সামনে ব্যানার আর পেছনে টমটম নিয়ে আমরা নাচতে নাচতে পুরো ইউনিভার্সিটি ঘুরলাম। রাজু ভাস্কর্য থেকে অপরাজেয় বাংলা, সেখান থেকে শহীদ মিনার ঘুরে কার্জন হল হয়ে ডিপার্টমেন্ট। ইউনিভার্সিটির রাস্তায় যখন ঘুরছিলাম রাস্তার পথচারী আর আটকে পড়া গাড়িঘোড়ার ভেতর থেকে মানুষ আমাদের ছেলেমানুষী আনন্দ দেখছিল অবাক হয়ে। আমাদের কারো হাতে ছিল ঝুঞ্ঝুনি, কারো মুখে ছিল বাশিঁ আর কেউ হাতে উচিঁয়ে ছিল ফেস্টুন। আর নাচছিলাম আমরা সবাই প্রাণের ছন্দে। একসাথে মিলে মনের আনন্দগুলো সবার ঝরে ঝরে পরছিল। এখনও ভাবলেই ভালো লাগছে, খুব ইচ্ছে করছে ঠিক সেই সময়টায় ফিরে যেতে। কান পাতলেই শুনতে পাচ্ছি বাশিঁর পোঁ-পোঁ আওয়াজ, কিম্বা ঝুঞ্ঝুনির শব্দ, বন্ধুদের হাসি-কলরব। rallyটা যে এত সুন্দর হবে ভাবিনি আগে। আমাদের গায়ে ছিল সাদাটিশার্ট, মাথায় সাদা কাপড় বেধেছিলাম সবাই। আমরা পঞ্চাশজন তরুণ-তরুণী কিছুক্ষণ পুরো বিশ্ববিদ্যালয়ের প্রাণ হয়ে গিয়েছিলাম।