ছোটবেলায় রাকিবদের বাসায় দেয়াল ঘড়িটা মিনিটের কাটা বারোটা ছুলেই যখন আওয়াজ করতো আমি মুগ্ধ হয়ে শুনতাম। ঢং ঢং .. ঢং ঢং ... ।কেন যেন আওয়াজ টা খুব মনে গেঁথে আছে । এতোটা যে শব্দটা শুনলেই আমার শৈশব মনে পরে যায়। বাসার জন্য ঘড়ি খুঁজতে গিয়ে টের পেলাম সেই আওয়াজ টা হলো Westminster chime । সুরটা আটপৌরে হয়ে গেলে কি এই অদ্ভুত যোগাযোগটা নিভে যাবে?
Sunday, September 24, 2017
Subscribe to:
Posts (Atom)