Wednesday, January 15, 2020

Prisoner of Zenda


অনেক ছোটবেলার কথা, ক্লাস টু বা থ্রিতে পড়ি। তখন আমরা জয়নুল আবেদীন হাউসে থাকি, আব্বা হাউস মাস্টার। বার্ষিক পরীক্ষা শেষ তাই হোস্টেল ফাঁকা। পুরো হাউস তাই আমাদের খেলার জায়গা। একদিন কমন রুমের মেঝে তে দেখি একটা কমিক্স পরে আছে। হাতে নিয়ে দেখি Prisoner of Zenda। তখনও গল্পটা আমার পড়া হয়নি। সাথে সাথে গোগ্রাসে গিললাম কমিক্স টা। খুব খুব ভাল লেগেছিলো। সেই তখন থেকেই এই বইটা আমার প্রিয় বইএর তালিকায় জায়গা করে নিয়েছে। লিখতে লিখতে মনে পরে গেল, একদিন বিকেলে খেলে টেলে এসে দেখি বিটিভির movie of the week এ এই বইটার থেকে বানানো একটা সিনেমা চলছে।  কী আফসোস হয়েছিল ওটা মিস করার জন্য!

যাই হোক এর পর নিউ মার্কেটে গিয়ে এই সিরিজের অন্য কমিক্স গুলো খুঁজে দেখেছি, পাইনি। মনের কোণে কোথাও যত্ন করে রাখা ছিল এই কমিক্স টার কথা। কদিন আগে স্মৃতি ঘাটা এক দিনে অ্যামাজন থেকে কিনে ফেললাম কমিক্স টা। এরপর খুব অল্প অল্প করে পড়ছি...