Sunday, January 07, 2007

অবরোধে সাইকেল ম্যারাথন

অবরোধে সাইকেল করে বেশ একটা ভ্রমণ হয়ে গেল। মোহাম্মাদপুর টু ঢাকা ইউনিভার্সিটি টু মোহাম্মাদপুর।

Saturday, January 06, 2007

Friday, January 05, 2007

প্রলাপ নং ৩

অভিমান,
যুগান্তরের গলিমুখে
-অপেক্ষা,
কুয়াশা ভেঙ্গে সুর্য
-উষ্ণতা
শ্রেষ্ঠ মুখটি
-অপলক।

প্রলাপ নং ২

বকলি তবে?
বেশ বেশ,
যাচ্ছি চলে
এই শেষ!

Thursday, January 04, 2007

ভরদুপুরের প্রলাপ

ভিনদেশী কিছুকিছু মিউজিক আছে যেগুলো কোনো এক অজানা কারণে আমার খুব চেনা মনে হয়। বিশেষ করে কিছু বাদ্যযন্ত্রের দ্রুত লয়ের সুর শুনলে হঠাৎ করে মনে হয় কোথাও যেন শুনেছি আগে, অনেকদিনের চেনা যেন। সুরের সাথে একটা পরিচিত নাচের ছন্দ যেন টের পাই মনে মনে। অদ্ভুত লাগে তখন।

রোমানিয়ার কোন এক গ্রাম্য সুর এত চেনা হয় কি করে? কিম্বা স্লোভেনিয়ার কোন অচেনা বাদ্যযন্ত্রে বাজানো অচেনা সুর শুনে কেন মনে হয় কথায় যেন শুনিছি! এমন কি করে হয়?

প্রলাপ নং ১

আমরা ডাকাবুকো ছেলে
মারবো তোদের কাছে পেলে,
তবুও যদি আসিস কাছে
সত্যি তোদের খবর আছে।
আর যদি দূরেই থাকিস
জোরে জোরে হাম্বা হাঁকিস।