Thursday, January 04, 2007

ভরদুপুরের প্রলাপ

ভিনদেশী কিছুকিছু মিউজিক আছে যেগুলো কোনো এক অজানা কারণে আমার খুব চেনা মনে হয়। বিশেষ করে কিছু বাদ্যযন্ত্রের দ্রুত লয়ের সুর শুনলে হঠাৎ করে মনে হয় কোথাও যেন শুনেছি আগে, অনেকদিনের চেনা যেন। সুরের সাথে একটা পরিচিত নাচের ছন্দ যেন টের পাই মনে মনে। অদ্ভুত লাগে তখন।

রোমানিয়ার কোন এক গ্রাম্য সুর এত চেনা হয় কি করে? কিম্বা স্লোভেনিয়ার কোন অচেনা বাদ্যযন্ত্রে বাজানো অচেনা সুর শুনে কেন মনে হয় কথায় যেন শুনিছি! এমন কি করে হয়?

No comments: