Wednesday, May 23, 2007

ইতিহাসের স্বপ্নভঙ্গ

একে তো সুনীলের লেখা তার উপর সমাজতন্ত্র নিয়ে, বইটা খুবই লোভনীয় ছিল আমার জন্য। পড়ে ভালো লাগলো। পূর্ব ইউরোপের দেশগুলোতে যখন একযোগে সমাজতন্ত্রের পতন হচ্ছিল সেই সময়টার চাক্ষুষ অভিজ্ঞতা আর সুনীলের গভীর বিশ্লেষণ পড়ে সমাজতন্ত্রের এই ব্যর্থতার কারণ অনেকটাই মনে হয় বুঝেছি। সমাজতন্ত্র নিয়ে আমার পড়ালেখা খুবই সামান্য, কিন্তু কেন জানিনা এ নিয়ে জানার ইচ্ছেটা সবসময়ই খুব প্রবল ছিল। অনেকদিন আগে শাহরিয়ার কবির এর ‘ক্রান্তিকালের মানুষেরা’ পড়ে ভালো লেগেছিল। ঠিক এই বিষয়টি নিয়েই লেখা ওই বইটিও। ভেবেছিলাম টাইম মেশিনে করে ভ্রমণের সুযোগ থাকলে ওই সময়টায় পূর্বইউরোপে ঘুরে আসতাম। আদর্শ হিসেবে সমাজতন্ত্র গণতন্ত্র থেকে উপরে, কিন্তু আমি জানিনা আদৌ মানুষ কখনো এই আদর্শ টিকিয়ে রাখার মতো যোগ্য হয়ে উঠতে পারবে কিনা। আসলেই অনেক অন্তর্নিহিত বৈপরিত্য আছে মানুষের মাঝে।

1 comment:

Unknown said...

mufti, plz tell me how to write with unicode.