Wednesday, October 24, 2007

একটু ছেলেমানুষী

যাচ্ছে খুলে ঢাবি...
প্রথম যেদিন, খুব সকালে যাবি।
আলমের চা খাবি,
একটু দাঁড়াস, আমার দেখা পাবি!

Friday, October 19, 2007

এইটা তোমার ছড়া

এই তুমি ছোট্ট বেলায় এমন ছিলে?
পরতে তুমি এত্তো বড় চশমা চোখে?
খামচি দিতে গালটা ছুঁয়ে টিপে দিলে?
হাসতে গিয়েও রাশটা তুমি রাখতে টেনে?
কান্না মুছে পারতে যেতে দুঃখ ভুলে?
তবে আমায় তোমায় খুব দেখি যাচ্ছে মিলে,
শুধু চশমাটাই যা হলোনা পরা কোনকালে!

Thursday, October 18, 2007

ছড়ার আকাল

একটা ছড়া লেখা শুরু করেছিলাম, অনেকদিন হয়ে গেল, তাই মনে হচ্ছে আর বুঝি শেষ হবেনা। জুজি আর বামাকে নিয়ে লিখব ভেবেছিলাম ছড়াটা।

একটা ছিল দেশ,
যেথায় বুড়া-বাচ্চা-আণ্ডা-বেবী
সবাই ছিল বেশ!

...বাকিটা ছাপার আগে জুজি বামাকে বলে নেয়া দরকার!