Friday, October 19, 2007

এইটা তোমার ছড়া

এই তুমি ছোট্ট বেলায় এমন ছিলে?
পরতে তুমি এত্তো বড় চশমা চোখে?
খামচি দিতে গালটা ছুঁয়ে টিপে দিলে?
হাসতে গিয়েও রাশটা তুমি রাখতে টেনে?
কান্না মুছে পারতে যেতে দুঃখ ভুলে?
তবে আমায় তোমায় খুব দেখি যাচ্ছে মিলে,
শুধু চশমাটাই যা হলোনা পরা কোনকালে!

1 comment:

শিশিরবিন্দু said...

অনেক ভাল লিখেছ!
চালিয়ে যাও।।