আহ, আমার সেই Siemens CX70! আমার প্রথম কেনা মোবাইল সেট । কিনেছিলাম ২০০৫ এর ৫ ফেব্রুয়ারি। তারিখটা কী করে পারলাম? নাহ, স্মৃতি এতো প্রখর হলে তো হতোই। কেনার পর বাসায় এসেই কতগুলো ছবি তুলেছিলাম। সেই ছবিগুলো থেকেই তারিখটা বের করে নিলাম। উত্তেজনার কোন সীমা ছিলনা সেদিন। যখন তখন শবনমকে এবার ফোন করতে পারবো। তাছাড়া ক্যামেরা ফোন, জাভা এপ্লিকেশন চলবে, আরো কতো কী। বান্না আমাকে নিয়ে গিয়েছিল ইস্টার্ন প্লাজায়। ক্যামেরায় তোলা প্রথম ছবিটাও বান্নার।
এই সেট নিয়ে কত শত যে স্মৃতি। ওই সেটটা ছিল বলেই কত আটপৌরে ছবিতে সেই সময়টা এখনো ফিরে দেখতে পাই। এখনকার তুলনায় প্রাগঐতিহাসিক আমলের ভিজিএ ক্যামেরা হয়তো কিন্তু সেই সাদামাটা সস্তা ক্যামেরার তোলা দুর্বল রেজুলুশনের একেকটা ছবিই কত দামী। যেমন এই ছবিটা। ক্যামেরা কিনে বাসায় এসে রাইয়ানকে বললাম দাড়াও ছবি তুলি তোমার। সাথে সাথে খুশী হয়ে ওর কী হাসি!
এই সেট নিয়ে কত শত যে স্মৃতি। ওই সেটটা ছিল বলেই কত আটপৌরে ছবিতে সেই সময়টা এখনো ফিরে দেখতে পাই। এখনকার তুলনায় প্রাগঐতিহাসিক আমলের ভিজিএ ক্যামেরা হয়তো কিন্তু সেই সাদামাটা সস্তা ক্যামেরার তোলা দুর্বল রেজুলুশনের একেকটা ছবিই কত দামী। যেমন এই ছবিটা। ক্যামেরা কিনে বাসায় এসে রাইয়ানকে বললাম দাড়াও ছবি তুলি তোমার। সাথে সাথে খুশী হয়ে ওর কী হাসি!
No comments:
Post a Comment