Monday, June 25, 2007
মাই লাইফ ইন মাফিয়া - ভিন্সেন্ট টেরেসা
অনুবাদ পড়ছি, অনীশ দাশ অপুর করা। টেরেসা মাফিয়ার ভেতরের একজন ছিল। মাফিয়ার অর্গানাইজড ক্রাইমের ভালো বিবরণ আছে বইটাতে। তবে একঘেয়েমিতে পায় একসময়। এতো নাম, অমুক বস, তমুক আন্ডারবস, মনে রাখা মুশকিল হয়ে যায়।
Rage of Angles – Sydney Sheldon
সিডনি শেল্ডনের বই পারতপক্ষে পড়তে চাইনা। অবশ্য এই বইটার আগে একটা মাত্র বইই পড়েছিলাম - Stranger in the mirror। বাজে লেগেছিল বইটা। এই লেখকের আর কোনো বইই পড়বনা ঠিক করেছিলাম। Rage of angels বইটা ধরেছিলাম কারণ আর কোনো বই পাচ্ছিলামনা পড়ার। এটা আগেরটার মত খারাপ লাগেনি ওতোটা। তবে মাঝে একবার বিরক্ত হয়ে রেখে দিয়েছিলাম। শেষটায় খারাপ লেগেছে জেনিফারের জন্য। উইকিপিডিয়াতে দেখেছিলাম বইটা কোনো এক বছরে বেস্টসেলার লিস্টে ছিল।
The Pilot – Robert P. Devis
জাকিরের কাছ থেকে বইটা পেয়েছিলাম। অনেকদিন ধরে একটু একটু করে পড়েছি। সত্য কারণটা হল বইটা তেমন সুবিধার লাগছিল না। টেকনিক্যাল খুঁটিনাটি দিয়ে ভরা। তবু মোটামুটি কোনকিছু বাদ না দিয়েই পড়ার চেষ্টা করেছি। একসময় অনেক ছোটবেলায় পাইলট হবার স্বপ্ন দেখতাম, ও বয়েসটায় যেমন সবাই দেখে। এখন মনে পরলে হাসি একা একাই। বইটা যখন পড়ছিলাম আন্তরিক ভাবেই চাচ্ছিলাম বইটা ভালো লাগুক। কিন্তু যা হবার না তা কি আর হয়?
Sunday, June 17, 2007
স্মৃতিময় ঢাকা
ঢাকায় আমার জন্ম। ঢাকার চেয়ে আপন কোন শহর কী হতে পারে তাহলে? সবচেয়ে আপন এই শহরটাকেও সেভাবে চিনিনা। সবসময়ই ইতিহাসে প্রতি আমার একটা দুর্বলতা ছিল। ঢাকার ইতিহাসও আমাকে খুব টানে। ঢাকার ইতিহাস যেটুকু পড়েছি(এবং যেটুকু ভুলেছি, হায়, এ জীবনে যা পড়েছি সব যদি মনে থাকতো...) সবই মুনতাসীর মামুনের সৌজন্যে। তার কারণটাও খুব সোজা সবসময় তার বইই কিনেছি। আরেকটা মজার ব্যাপারও আছে । কোন লেখকের অটোগ্রাফ নেয়ার অভ্যাস আমার কোনকালেই ছিলনা। একমাত্র একজন লেখকেরই অটোগ্রাফ নিয়েছি এখন পর্যন্ত,মুনতাসীর মামুনের। এটুকু পড়ে মনে হতে পারে তিনি বুঝি আমার সবচেয়ে প্রিয় লেখক। আসলে ঘটনা সেটানা। বছর দুই আগে বাংলা অ্যাকাডেমির বইমেলা থেকে 'পূর্ববঙ্গের বিচিত্র সব বই' বইটি কিনছিলাম তখন স্টলে লেখককে একা পেয়ে যাই। হঠাৎ করেই ইচ্ছে হল, বইটা বাড়িয়ে দিলাম তাঁর দিকে। স্মৃতিময় ঢাকায় প্রথম অংশটুকুই সবচেয়ে ভালো লেগেছে। পুরোনো রমনা আর শাহবাগের কথা আছে সেখানে। এই অংশটুকু ভালো লাগার একটা অন্যতম কারণ হচ্ছে এই জায়গাটাতেই আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার নিত্য পদচারণা।
বুদ্ধদেব বসু
বুদ্ধদেব বসুর দশটি উপন্যাসের একটা সমগ্র অনেকদিন থেকেই বাসায় দেখছি। কেনজানি মনে হতোবুদ্ধদেববসুর উপন্যাস খুব দুর্বোদ্ধ হবে। তাই ভেবে পড়া হয়নি এতোদিন। কী মনে করে কালকে ইচ্ছে হল পড়ার। প্রথম উপন্যাসটা ছিল ‘আমার বন্ধু’, ১৯৩৩ সালে প্রথম প্রকাশিত। গল্পটা ভাল লেগেছে, বুদ্ধদেব বসুকে তার সময়ের তুলনায় অনেক আধুনিক মনে হয়েছে। ১৯৩৩ সালে বাংলা উপন্যাস এতো আধুনিক ভাষায় লেখা হয়েছে জানা ছিলনা। অতুলনীয় বিভুতিভুষণও কি সে সময়ই লিখেছেন? তবে তিনি লিখেছেন সাধু ভাষায়। ভুমিকাতে ‘রাত ভ’র বৃষ্টি’র প্রশংসা শুনে এরপর ওটা পড়া শুরু করেছি। শেষ হবে কিনা জানিনা। আবছা আবছা মনে পড়ছে, ইনাম আহমেদ চৌধুরীর একটা স্মৃতিকথায় বুদ্ধদেব বসুর কথা পড়েছিলাম। কী প্রসংগে যেন...মনে পড়ছেনা। বুদ্ধদেব বসু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে গেছেন। আগেই জেনেছিলাম, সেদিন মুনতাসীর মামুনের ‘স্মৃতিময় ঢাকা’ পড়তে গিয়ে আবার সেটা মনে পড়ল। বুদ্ধদেব বসুর একটা কোট লেখক নিয়েছিলেন সেসময়ের ঢাকার একটা বর্নণায়।
Tuesday, June 05, 2007
ফ্রি সফটওয়্যার
নানানরকম সফটওয়্যার ডাউনলোড করাটা নেশা হয়ে গেছে। সর্বশেষ উন্নতিটা হচ্ছে বহুতদিনের ব্যবহৃত কিছু সফটওয়্যার ফেলে দিলাম। dap পালটে নিয়েছি free download manager আর winzip এর বদলে চলছে 7zip।IE এর পাশাপাশি ধুমায়ে চালাচ্ছি firefoxআর opera।
norton তো সেই কবেই ফেলে AVG চালাচ্ছি। Foxit pdfটা আছে তবে কেন জানি acrobatটাকে মায়া করে ফেলে দেয়া যাচ্ছে না! স্টার্ট মেনুতে কত যে প্রোগ্রাম জমে গেছে। কাজে লাগে কি লাগেনা, ফেলেও দিচ্ছিনা। লিস্টিটা বেশ বড় -
2002 FIFA World Cup TM , 7-Zip , Adobe , Ahead , Alcohol Soft , Analog Devices , AnswerWorks 4.0 , aod , Apache Group , ASUSTek , ATnotes , AutoCAD 2004 , Autodesk , Avro Keyboard , Boson Software , Bradbury , CE Remote Tools , CoCSoft Stream Down , ComPlus Applications , CyberLink , CyD , DAP , DivX , DK Interactive Learning , ElastoMania111 , Ethereal , ETS , EuroTalk , ExplorerXP , Foxit Software , Free Download Manager , Google Desktop , Grisoft , HighCriteria , ImTOO , InstallShield , Intel , Internet Explorer , J2ME-Polish , Java , Launchy , Macromedia , McAfee , Messenger , Microsoft Device Emulator , microsoft frontpage , Microsoft Office , Microsoft Plus! , Microsoft Research , Microsoft SQL Server , Microsoft SQL Server 2005 Mobile Edition , Microsoft Visual Studio , Microsoft Visual Studio 8 , Microsoft.NET , MIKSOFT , Mobile Phone Manager , Movie Maker , Mozilla Firefox , MP3 Player Utilities 3.11 , MP3 Player Utilities 3.57 , MSBuild , MSDN , MSN Messenger , netbeans-5.0 , NetMeeting , Opera , Outlook Express , PCI Fax Modem , Picasa2 , PlayFirst , QuickTime , ReadManiac , Real , RegCleaner , Replay Music 2 , Ruckus Buck's Dangerous Mines , Samsung , SimulationExams , Spybot - Search & Destroy , SWiSHmax , themesunlimited , TrueCrypt , Two Guys Software , TypingMaster 99 , VideoLAN , Winamp , Windows Media Player , Windows NT , WinPcap , WinRAR
norton তো সেই কবেই ফেলে AVG চালাচ্ছি। Foxit pdfটা আছে তবে কেন জানি acrobatটাকে মায়া করে ফেলে দেয়া যাচ্ছে না! স্টার্ট মেনুতে কত যে প্রোগ্রাম জমে গেছে। কাজে লাগে কি লাগেনা, ফেলেও দিচ্ছিনা। লিস্টিটা বেশ বড় -
2002 FIFA World Cup TM , 7-Zip , Adobe , Ahead , Alcohol Soft , Analog Devices , AnswerWorks 4.0 , aod , Apache Group , ASUSTek , ATnotes , AutoCAD 2004 , Autodesk , Avro Keyboard , Boson Software , Bradbury , CE Remote Tools , CoCSoft Stream Down , ComPlus Applications , CyberLink , CyD , DAP , DivX , DK Interactive Learning , ElastoMania111 , Ethereal , ETS , EuroTalk , ExplorerXP , Foxit Software , Free Download Manager , Google Desktop , Grisoft , HighCriteria , ImTOO , InstallShield , Intel , Internet Explorer , J2ME-Polish , Java , Launchy , Macromedia , McAfee , Messenger , Microsoft Device Emulator , microsoft frontpage , Microsoft Office , Microsoft Plus! , Microsoft Research , Microsoft SQL Server , Microsoft SQL Server 2005 Mobile Edition , Microsoft Visual Studio , Microsoft Visual Studio 8 , Microsoft.NET , MIKSOFT , Mobile Phone Manager , Movie Maker , Mozilla Firefox , MP3 Player Utilities 3.11 , MP3 Player Utilities 3.57 , MSBuild , MSDN , MSN Messenger , netbeans-5.0 , NetMeeting , Opera , Outlook Express , PCI Fax Modem , Picasa2 , PlayFirst , QuickTime , ReadManiac , Real , RegCleaner , Replay Music 2 , Ruckus Buck's Dangerous Mines , Samsung , SimulationExams , Spybot - Search & Destroy , SWiSHmax , themesunlimited , TrueCrypt , Two Guys Software , TypingMaster 99 , VideoLAN , Winamp , Windows Media Player , Windows NT , WinPcap , WinRAR
দ্য ভিঞ্চি কোড
মুভিটা দেখলাম অবশেষে। কই ভালোই তো লাগলো! বছরের সবচেয়ে বাজে মুভি বলা হল কেন বুঝলাম না। যারা বইটা পড়েনি তারা কি কিছুই বুঝতে পারেনি তাহলে? কী জানি!
শাহরিয়ার কবির
শাহরিয়ার কবির এক সময় আমার প্রিয় লেখকের তালিকার একেবারে প্রথম দিকে ছিলেন। বই মেলায় গিয়ে তার বইগুলো খুঁজে বের করা ছিল প্রথম কাজ। আমাদের দেশে ছোটোদের মনমতো গল্প উপন্যাস খুব কম লেখকই লিখেছেন মনে হয়। আবুদের অ্যাডভেনচার, নিকোলাস রোজারিওর ছেলেরা, অন্যরকম আটদিন এর মতো বইগূলো আর কাউকে লিখতে দেখি না এখন। ওই বইগুলোর মধ্যেদিয়েই কত অ্যাডভেঞ্চার হয়ে যেত আমার। ছোটবেলায় যাদের গল্প উপন্যাস পড়ে বড় হয়েছি তাদের মাঝে মাঝে বলতে ইচ্ছে হয় আপনাদের কাছে আমি ঋণী। শাহরিয়ার কবির ছোটদের জন্য আর লেখেন না। সম্ভবত পত্রিকায় কলাম লেখার মাঝেই তার লেখালেখি এখন সীমাবদ্ধ। তবে সামনের কোন বই মেলায় যদি ছোটদের জন্য তার নতুন কোন বই দেখি হয়তো কিনে নিয়ে আসবো, নিজের জন্য না হলেও ছোট ভাইটির জন্য। বইটা উল্টে পালটে দেখতে দেখতে কখন হয়তো দেখব ছোটবেলাটা ফিরে ফিরে আসছে!
Subscribe to:
Posts (Atom)