Sunday, June 17, 2007
বুদ্ধদেব বসু
বুদ্ধদেব বসুর দশটি উপন্যাসের একটা সমগ্র অনেকদিন থেকেই বাসায় দেখছি। কেনজানি মনে হতোবুদ্ধদেববসুর উপন্যাস খুব দুর্বোদ্ধ হবে। তাই ভেবে পড়া হয়নি এতোদিন। কী মনে করে কালকে ইচ্ছে হল পড়ার। প্রথম উপন্যাসটা ছিল ‘আমার বন্ধু’, ১৯৩৩ সালে প্রথম প্রকাশিত। গল্পটা ভাল লেগেছে, বুদ্ধদেব বসুকে তার সময়ের তুলনায় অনেক আধুনিক মনে হয়েছে। ১৯৩৩ সালে বাংলা উপন্যাস এতো আধুনিক ভাষায় লেখা হয়েছে জানা ছিলনা। অতুলনীয় বিভুতিভুষণও কি সে সময়ই লিখেছেন? তবে তিনি লিখেছেন সাধু ভাষায়। ভুমিকাতে ‘রাত ভ’র বৃষ্টি’র প্রশংসা শুনে এরপর ওটা পড়া শুরু করেছি। শেষ হবে কিনা জানিনা। আবছা আবছা মনে পড়ছে, ইনাম আহমেদ চৌধুরীর একটা স্মৃতিকথায় বুদ্ধদেব বসুর কথা পড়েছিলাম। কী প্রসংগে যেন...মনে পড়ছেনা। বুদ্ধদেব বসু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে গেছেন। আগেই জেনেছিলাম, সেদিন মুনতাসীর মামুনের ‘স্মৃতিময় ঢাকা’ পড়তে গিয়ে আবার সেটা মনে পড়ল। বুদ্ধদেব বসুর একটা কোট লেখক নিয়েছিলেন সেসময়ের ঢাকার একটা বর্নণায়।
ছাপ্পড়:
ঢাকা বিশ্ববিদ্যালয়,
পশ্চিমবঙ্গ,
লেখক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment