Sunday, June 17, 2007
স্মৃতিময় ঢাকা
ঢাকায় আমার জন্ম। ঢাকার চেয়ে আপন কোন শহর কী হতে পারে তাহলে? সবচেয়ে আপন এই শহরটাকেও সেভাবে চিনিনা। সবসময়ই ইতিহাসে প্রতি আমার একটা দুর্বলতা ছিল। ঢাকার ইতিহাসও আমাকে খুব টানে। ঢাকার ইতিহাস যেটুকু পড়েছি(এবং যেটুকু ভুলেছি, হায়, এ জীবনে যা পড়েছি সব যদি মনে থাকতো...) সবই মুনতাসীর মামুনের সৌজন্যে। তার কারণটাও খুব সোজা সবসময় তার বইই কিনেছি। আরেকটা মজার ব্যাপারও আছে । কোন লেখকের অটোগ্রাফ নেয়ার অভ্যাস আমার কোনকালেই ছিলনা। একমাত্র একজন লেখকেরই অটোগ্রাফ নিয়েছি এখন পর্যন্ত,মুনতাসীর মামুনের। এটুকু পড়ে মনে হতে পারে তিনি বুঝি আমার সবচেয়ে প্রিয় লেখক। আসলে ঘটনা সেটানা। বছর দুই আগে বাংলা অ্যাকাডেমির বইমেলা থেকে 'পূর্ববঙ্গের বিচিত্র সব বই' বইটি কিনছিলাম তখন স্টলে লেখককে একা পেয়ে যাই। হঠাৎ করেই ইচ্ছে হল, বইটা বাড়িয়ে দিলাম তাঁর দিকে। স্মৃতিময় ঢাকায় প্রথম অংশটুকুই সবচেয়ে ভালো লেগেছে। পুরোনো রমনা আর শাহবাগের কথা আছে সেখানে। এই অংশটুকু ভালো লাগার একটা অন্যতম কারণ হচ্ছে এই জায়গাটাতেই আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার নিত্য পদচারণা।
ছাপ্পড়:
ইতিহাস,
ঢাকা বিশ্ববিদ্যালয়,
বইমেলা,
লেখক,
স্মৃতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment