Tuesday, June 05, 2007
শাহরিয়ার কবির
শাহরিয়ার কবির এক সময় আমার প্রিয় লেখকের তালিকার একেবারে প্রথম দিকে ছিলেন। বই মেলায় গিয়ে তার বইগুলো খুঁজে বের করা ছিল প্রথম কাজ। আমাদের দেশে ছোটোদের মনমতো গল্প উপন্যাস খুব কম লেখকই লিখেছেন মনে হয়। আবুদের অ্যাডভেনচার, নিকোলাস রোজারিওর ছেলেরা, অন্যরকম আটদিন এর মতো বইগূলো আর কাউকে লিখতে দেখি না এখন। ওই বইগুলোর মধ্যেদিয়েই কত অ্যাডভেঞ্চার হয়ে যেত আমার। ছোটবেলায় যাদের গল্প উপন্যাস পড়ে বড় হয়েছি তাদের মাঝে মাঝে বলতে ইচ্ছে হয় আপনাদের কাছে আমি ঋণী। শাহরিয়ার কবির ছোটদের জন্য আর লেখেন না। সম্ভবত পত্রিকায় কলাম লেখার মাঝেই তার লেখালেখি এখন সীমাবদ্ধ। তবে সামনের কোন বই মেলায় যদি ছোটদের জন্য তার নতুন কোন বই দেখি হয়তো কিনে নিয়ে আসবো, নিজের জন্য না হলেও ছোট ভাইটির জন্য। বইটা উল্টে পালটে দেখতে দেখতে কখন হয়তো দেখব ছোটবেলাটা ফিরে ফিরে আসছে!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
porte kamon jano bhalo laglo...
Post a Comment