Wednesday, September 26, 2007
মাস্টারদা সূর্যসেন
বিশ্বসাহিত্যকেন্দ্রের জীবনীগ্রন্থ সিরিজের একটা বই পড়লাম সূর্যসেনকে নিয়ে। ছোটোদের জন্য লেখা। ছোটো ভাইটার হাতে দেখে পড়তে ইচ্ছে করলো। ঘটনাগুলো সব ভুলেই গিয়েছিলাম। আবার শিহোরিত হলাম পড়তে পড়তে। কতগুলো কিশোর ছেলেকে নিয়ে কি করে এমন একটা বিপ্লব তিনি শুরু করেছিলেন। বিপ্লবের প্রথমদিকের কয়েকটি ভুল যদি না হতো ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো।
ছাপ্পড়:
বইপত্র
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment